১৩৬ (sara borosh dekhi ne)

সারা বরষ দেখি নে, মা, মা তুই আমার কেমন ধারা?

নয়নতারা হারিয়ে আমার অন্ধ হল নয়নতারা॥

এলি কি পাষাণী ওরে।    দেখব তোরে আঁখি ভরে--

কিছুতেই থামে না যে মা,    পোড়া এ নয়নের ধারা॥

রাগ: কালাংড়া

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1288

রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.