আমি তো বুঝেছি সব, যে বোঝে না বোঝে, গোপনে হৃদয় দুটি কে কাহারে খোঁজে। আপনি বিরহ গড়ি, আপনি রয়েছ পড়ি, বাসনা কাঁদিছে বসি হৃদয়-সরোজে। আমি কেন মাঝে থেকে, দু-জনারে রাখি ঢেকে, এমন ভ্রমের তলে কেন থাকি মজে।
দাঁড়াও, কোথা চলো, তোমরা কে বলো বলো। আমরা আহিরিনী, সারা হল বিকিকিনি-- দূর গাঁয়ে চলি ধেয়ে আমরা বিদেশী মেয়ে। ঘাটে বসে হোথা ও কে। সাথী মোদের ও যে নেয়ে-- যেতে হবে দূর পারে, এনেছি তাই ডেকে তারে। নিয়ে যাবে তরী বেয়ে সাথী মোদের ও যে নেয়ে-- ওগো প্রহরী,বাধা দিয়ো না, বাধা দিয়ো না, মিনতি করি, ওগো প্রহরী।