ঘরে মুখ মলিন দেখে গলিস নে-- ওরে ভাই, বাইরে মুখ আঁধার দেখে টলিস নে-- ওরে ভাই ॥ যা তোমার আছে মনে সাধো তাই পরানপণে, শুধু তাই দশজনারে বলিস নে-- ওরে ভাই ॥ একই পথ আছে ওরে, চলো সেই রাস্তা ধরে, যে আসে তারই পিছে চলিস নে-- ওরে ভাই! থাক্-না আপন কাজে, যা খুশি বলুক-না যে, তা নিয়ে গায়ের জ্বালায় জ্বলিস নে-- ওরে ভাই ॥
দুঃখ যে তোর নয় রে চিরন্তন-- পার আছে রে এই সাগরের বিপুল ক্রন্দন ॥ এই জীবনের ব্যথা যত এইখানে সব হবে গত, চিরপ্রাণের আলয়-মাঝে অনন্ত সান্ত্বন ॥ মরণ যে তোর নয় রে চিরন্তন-- দুয়ার তাহার পেরিয়ে যাবি, ছিঁড়বে রে বন্ধন। এ বেলা তোর যদি ঝড়ে পূজার কুসুম ঝ'রে পড়ে, যাবার বেলায় ভরবে থালায় মালা ও চন্দন ॥