আমি কারে ডাকি গো, আমার বাঁধন দাও গো টুটে। আমি হাত বাড়িয়ে আছি, আমায় লও কেড়ে লও লুটে ॥ তুমি ডাকো এমনি ডাকে যেন লজ্জাভয় না থাকে, যেন সব ফেলে যাই, সব ঠেলে যাই, যাই ধেয়ে যাই ছুটে ॥ আমি স্বপন দিয়ে বাঁধা-- কেবল ঘুমের ঘোরের বাধা, সে যে জড়িয়ে আছে প্রাণের কাছে মুদিয়ে আঁখিপুটে। ওগো দিনের পর দিন আমার কোথায় হল লীন, কেবল ভাষাহারা অশ্রুধারায় পরান কেঁদে উঠে ॥
দিনশেষে বসন্ত যা প্রাণে গেল ব'লে তাই নিয়ে বসে আছি, বীণাখানি কোলে॥ তারি সুর নেব ধরে আমারি গানেতে ভরে, ঝরা মাধবীর সাথে যায় সে যে চলে॥ থামো থামো দখিনপবন, কী বারতা এনেছ তা কোরো না গোপন। যে দিনেরে নাই মনে তুমি তারি উপবনে কী ফুল পেয়েছ খুঁজে-- গন্ধে প্রাণ ভোলে॥
দূরে দাঁড়ায়ে আছে, কেন আসে না কাছে। যা তোরা যা সখী, যা শুধা গে ওই আকুল অধর আঁখি কী ধন যাচে। ছি ওলো ছি, হল কী, ওলো সখী। লাজবাঁধ কে ভাঙিল, এত দিনে শরম টুটিল! কেমনে যাব। কী শুধাব। লাজে মরি, কী মনে করে পাছে। যা, তোরা যা সখী, যা শুধা গে, ওই আকুল অধর আঁখি কী ধন যাচে॥