৪৩ (bina saje saji dekha dibe)

              বিনা সাজে সাজি দেখা দিবে তুমি কবে,

              আভরণে আজি আবরণ কেন রবে।

              ভালোবাসা যদি মেশে মায়াময় মোহে

              আলোতে আঁধারে দোঁহারে হারাব দোঁহে,

              ধেয়ে আসে হিয়া তোমার সহজ রবে--

              আভরণ দিয়া আবরণ কেন তবে।

              ভাবের রসেতে যাহার নয়ন ডোবা

              ভূষণে তাহারে দেখাও কিসের শোভা।

              কাছে এসে তবু কেন রয়ে গেলে দূরে।

              বাহির-বাঁধনে বাঁধিবে কি বন্ধুরে।

              নিজের ধনে কি নিজে চুরি করে লবে--

              আভরণে আজি আবরণ কেন তবে॥

রাগ: কীর্তন

তাল: ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ চৈত্র, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): ২ এপ্রিল, ১৯২৬

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.