- মোহিনী মায়া এল
- গুরু গুরু গুরু গুরু ঘন মেঘ গরজে
- অহো কী দুঃসহ স্পর্ধা
- হা হতভাগিনী, একি অভ্যর্থনা মহতের
- বেলা যায় বহিয়া
- থাক থাক মিছে কেন
- ওরে ঝড় নেমে আয়
- বঁধু, কোন্ আলো লাগল চোখে
- যাও, যাও যদি যাও তবে
- ক্ষণে ক্ষণে মনে মনে শুনি
- দে তোরা আমায় নূতন করে দে
- আমি তোমারে করিব নিবেদন
- ক্ষমা করো আমায়
- রোদনভরা এ বসন্ত
- তোমার বৈশাখে ছিল
- আমার এই রিক্ত ডালি
- মণিপুরনৃপদুহিতা
- পুরুষের বিদ্যা করেছিনু শিক্ষা
- তাই আমি দিনু বর
- আমার অঙ্গে অঙ্গে কে বাজায়
- স্বপ্নমদির নেশায় মেশা এ উন্মত্ততা
- এরে ক্ষমা কোরো সখা
- কাহারে হেরিলাম! আহা
- তুমি অতিথি, অতিথি আমার
- পাণ্ডব আমি অর্জুন গাণ্ডীবধন্বা
- কোন ছলনা এ যে নিয়েছে আকার
- কোন দেবতা সে কী পরিহাসে
- অশান্তি আজ হানলো
- ভস্মে ঢাকে ক্লান্ত হুতাশন
- না না না সখী, ভয় নেই
- কেটেছে একেলা বিরহের বেলা
- কেন রে ক্লান্তি আসে
- হো, এল এল এল রে দস্যুর দল
- সন্ত্রাসের বিহ্বলতা নিজেরে অপমান
- চিত্রাঙ্গদা রাজকুমারী
- ছি ছি, কুত্সিত কুরূপ সে
- আগ্রহ মোর অধীর অতি
- নারীর ললিত লোভন লীলায়
- যদি মিলে দেখা তবে তারই সাথে
- ভাগ্যবতী সে যে
- লহো লহো, ফিরে লহো
- তাই হোক তবে তাই হোক
- বিনা সাজে সাজি দেখা দিবে তুমি কবে
- এসো এসো পুরুষোত্তম
- হে কৌন্তেয়
- আমি চিত্রাঙ্গদা
- তৃষ্ণার শান্তি সুন্দরকান্তি
- এস এস বসন্ত ধরাতলে