৮ (bipashar tire bhromibare jai)

        বিপাশার তীরে ভ্রমিবারে যাই,   প্রতিদিন প্রাতে দেখিবারে পাই

        লতা-পাতা-ঘেরা জানালা-মাঝারে   একটি মধুর মুখ ।।

        চারি দিকে তার ফুটে আছে ফুল— কেহ বা হেলিয়া পরশিছে চুল,

        দুয়েকটি শাখা কপাল ছুঁইয়া,   দুয়েকটি আছে কপোলে নুইয়া,

        কেহ বা এলায়ে চেতনা হারায়ে   চুমিয়া আছে চিবুক ।

        বসন্তপ্রভাতে লতার মাঝারে   মুখানি মধুর অতি—

        অধর-দুটির শাসন টুটিয়া   রাশি রাশি হাসি পড়িছে ফুটিয়া,

        দুটি আঁখি-’পরে মেলিছে মিশিছে   তরল চপল জ্যোতি ।।

রাগ: খট

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1880

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.