৬ (kato din eksathe chhinu)

            কত দিন একসাথে ছিনু ঘুমঘোরে,

            তবু জানিতাম নাকো ভালোবাসি তোরে ।

        মনে আছে ছেলেবেলা     কত যে খেলেছি খেলা,

            কুসুম তুলেছি কত দুইটি আঁচল ভ’রে ।

        ছিনু সুখে যতদিন            দুজনে বিরহহীন

            তখন কি জানিতাম ভালোবাসি তোরে !

            অবশেষে এ কপাল ভাঙিল যখন,

            ছেলেবেলাকার যত ফুরালো স্বপন,

            লইয়া দলিত মন হইনু প্রবাসী—

            তখন জানিনু, সখী, কত ভালোবাসি ।।

রাগ: ভৈরবী

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1288

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.