৫৮০ (chhinna patay sajai tarani)

          ছিন্ন পাতার সাজাই তরণী,   একা একা করি খেলা--

আন্‌মনা যেন দিক্‌বালিকার ভাসানো মেঘের ভেলা ॥

যেমন হেলায় অলস ছন্দে     কোন্‌ খেয়ালির কোন্‌ আনন্দে

          সকালে-ধরানো আমের মুকুল ঝরানো বিকালবেলা ॥

   যে বাতাস নেয় ফুলের গন্ধ, ভুলে যায় দিনশেষে,

          তার হাতে দিই আমার ছন্দ-- কোথা যায় কে জানে সে।

লক্ষ্যবিহীন স্রোতের ধারায়   জেনো জেনো মোর সকলই হারায়,

          চিরদিন আমি পথের নেশায় পাথেয় করেছি হেলা ॥

রাগ: ঝিঁঝিট

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২১ ফাল্গুন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ৫ মার্চ, ১৯২৭

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.