১৯ (dariye achh tumi amar)

         দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে--

আমার  সুরগুলি পায় চরণ,  আমি পাই নে তোমারে ॥

      বাতাস বহে মরি মরি,  আর বেঁধে রেখো না তরী--

         এসো এসো পার হয়ে মোর হৃদয়মাঝারে ॥

         তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে,

         বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে।

      কবে নিয়ে আমার বাঁশি   বাজাবে গো আপনি আসি

         আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে ॥

রাগ: ইমন

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1320

রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.