৪৩২ (nikate dekhib tomare)

     নিকটে দেখিব তোমারে করেছি বাসনা মনে।

     চাহিব না হে, চাহিব না হে দূরদূরান্তর গগনে ॥

দেখিব তোমারে গৃহমাঝারে জননীস্নেহে, ভ্রাতৃপ্রেমে,

                   শত সহস্র মঙ্গলবন্ধনে ॥

              হেরিব উৎসবমাঝে, মঙ্গলকাজে,

                   প্রতিদিন হেরিব জীবনে।

     হেরিব উজ্জ্বল বিমল মূর্তি তব শোকে দুঃখে মরণে।

হেরিব সজনে নরনারীমুখে, হেরিব বিজনে বিরলে হে

                   গভীর অন্তর-আসনে ॥

রাগ: রামকেলী

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1887

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.