৩১৩ (tomar ananda oi ela dware)

তোমার  আনন্দ ওই এল দ্বারে, এল এল এল গো। ওগো পুরবাসী

বুকের   আঁচলখানি ধুলায় পেতে আঙিনাতে মেলো গো ॥

পথে     সেচন কোরো গন্ধবারি   মলিন না হয় চরণ তারি,

তোমার  সুন্দর ওই এল দ্বারে, এল এল এল গো।

আকুল  হৃদয়খানি সম্মুখে তার ছড়িয়ে ফেলো ফেলো গো ॥

তোমার  সকল ধন যে ধন্য হল হল গো।

           বিশ্বজনের কল্যাণে আজ ঘরের দুয়ার খোলো গো।

হেরো    রাঙা হল সকল গগন,   চিত্ত হল পুলকমগন,

তোমার  নিত্য আলো এল দ্বারে, এল এল এল গো।

তোমার  পরানপ্রদীপ তুলে ধোরো, ওই আলোতে জ্বেলো গো ॥

রাগ: পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৩ বৈশাখ, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৬ এপ্রিল, ১৯১৪

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.