৯ (byakul bokuler phule)

ব্যাকুল বকুলের ফুলে   ভ্রমর মরে পথ ভুলে॥

     আকাশে কী গোপন বাণী   বাতাসে করে কানাকানি,

          বনের অঞ্চলখানি   পুলকে উঠে দুলে দুলে॥

বেদনা সুমধুর হয়ে   ভুবনে আজি গেল বয়ে।

     বাঁশিতে মায়া-তান পুরি   কে আজি মন করে চুরি,

          নিখিল তাই মরে ঘুরি   বিরহসাগরের কূলে॥

রাগ: পরজ-বসন্ত

তাল: নবতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1324

রচনাকাল (খৃষ্টাব্দ): 1917

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.