২৬৯ (chena phuler gandhasrote)

চেনা ফুলের গন্ধস্রোতে ফাগুন-রাতের অন্ধকারে

চিত্তে আমার ভাসিয়ে আনে নিত্যকালের অচেনারে॥

     একদা কোন্‌ কিশোর-বেলায়   চেনা চোখের মিলন-মেলায়

     সেই তো খেলা করেছিল কান্নাহাসির ধারে ধারে॥

তারি ভাষার বাণী নিয়ে প্রিয়া আমার গেছে ডেকে,

তারি বাঁশির ধ্বনি সে যে বিরহে মোর গেছে রেখে।

     পরিচিত নামের ডাকে   তার পরিচয় গোপন থাকে,

     পেয়ে যারে পাই নে তারি পরশ পাই যে বারে বারে॥

রাগ: বাহার

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৩৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1929

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.