২৩০ (ebar bidaybelar sur dharo)

এবার   বিদায়বেলার সুর ধরো ধরো,    ও চাঁপা, ও করবী!

        তোমার     শেষ ফুলে আজ সাজি ভরো॥

যাবার পথে আকাশতলে    মেঘ    রাঙা হল চোখের জলে,

            ঝরে পাতা ঝরো ঝরো॥

        হেরো হেরো ওই রুদ্র রবি

            স্বপ্ন ভাঙায় রক্তছবি।

খেয়াতরীর রাঙা পালে    আজ    লাগল হাওয়া ঝড়ের তালে,

    বেণুবনের ব্যাকুল শাখা থরোথরো॥

রাগ: কালাংড়া

তাল: দাদরা-খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ মাঘ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ১১ ফেব্রুয়ারি, ১৯২৩

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.