৩ (eki akulata bhunabe)

একি   আকুলতা ভুবনে!   একি   চঞ্চলতা পবনে॥

একি   মধুরমদির রসরাশি   আজি   শূন্যতলে চলে ভাসি,

   ঝরে   চন্দ্রকরে একি হাসি,   ফুল-   গন্ধ লুটে গগনে॥

একি   প্রাণভরা অনুরাগে   আজি   বিশ্বজগতজন জাগে,

আজি   নিখিল নীলগগনে   সুখ-   পরশ কোথা হতে লাগে।

সুখে   শিহরে সকল বনরাজি,   উঠে   মোহনবাঁশরি বাজি,

          হেরো   পূর্ণবিকশিত আজি   মম   অন্তর সুন্দর স্বপনে॥

রাগ: বাহার

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ কার্তিক, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1895

রচনাস্থান: জোড়াসাঁকো

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.