১২১ (kichhu balbo bole esechhilem)

কিছু বলব ব'লে এসেছিলেম,

রইনু চেয়ে না ব'লে॥

     দেখিলাম খোলা বাতায়নে   মালা গাঁথো আপন-মনে,

     গাও গুন্‌-গুন্‌ গুঞ্জরিয়া   যূথীকুঁড়ি নিয়ে কোলে॥

সারা আকাশ তোমার দিকে

চেয়ে ছিল অনিমিখে।

     মেঘ-ছেঁড়া আলো এসে   পড়েছিল কালো কেশে,

     বাদল-মেঘে মৃদুল হাওয়ায়   অলক দোলে॥

রাগ: রামকেলী-ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1346

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.