২২১ (oi bhanglo hasir badh)

ওই)    ভাঙল হাসির বাঁধ।

অধীর হয়ে মাতল কেন পূর্ণিমার ওই চাঁদ॥

    উতল হাওয়া ক্ষণে ক্ষণে    মুকুল-ছাওয়া বকুলবনে  

    দোল দিয়ে যায়, পাতায় পাতায়, ঘটায় পরমাদ॥

ঘুমের আঁচল আকুল হল কী উল্লাসের ভরে।

স্বপন যত ছড়িয়ে প'ল দিকে দিগন্তরে।

    আজ রাতের এই পাগলামিরে    বাঁধবে ব'লে কে ওই ফিরে,

    শালবীথিকায় ছায়া গেঁথে তাই পেতেছে ফাঁদ॥

রাগ: মিশ্র দেশ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২০ মাঘ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ ফেব্রুয়ারি, ১৯২৩

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.