২৫৭ (puratonke biday dile na je)

          পুরাতনকে বিদায় দিলে না যে   ওগো নবীন রাজা।

শুধু   বাঁশি তোমার বাজালে তার পরান মাঝে   ওগো নবীন রাজা ॥

মন্ত্র যে তার লাগল প্রাণে   মোহন গানে   হায়,

বিকশিয়া উঠল হিয়া নবীন সাজে   ওগো নবীন রাজা ॥

তোমার রঙে দিলে তুমি রাঙিয়া   ও তার আঙিয়া   ওগো নবীন রাজা।

তোমার মালা দিলে গলে   খেলার ছলে   হায়--

তোমার   সুরে সুরে তাহার বীণা বাজে   ওগো নবীন রাজা ॥

রাগ: বেহাগ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1923

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.