১১৬ (trishnar shanti sundar kanti)

তৃষ্ণার শান্তি,            সুন্দরকান্তি,

        তুমি এলে নিখিলের সন্তাপভঞ্জন॥

আঁকো ধরাবক্ষে          দিক্‌বধূচক্ষে

        সুশীতল সুকোমল শ্যামরসরঞ্জন।

এলে বীরছন্দে             তব কটিবন্ধে

        বিদ্যুৎ-অসিলতা বেজে ওঠে ঝঞ্ঝন॥

তব উত্তরীয়ে             ছায়া দিলে ভরিয়ে--

        তমালবনশিখরে নবনীল-অঞ্জন।

ঝিল্লির মন্দ্রে               মালতীর গন্ধে

        মিলাইলে চঞ্চল মধুকরগুঞ্জন।

নৃত্যের ভঙ্গে              এলে নবরঙ্গে,

        সচকিত পল্লবে নাচে যেন খঞ্জন॥

রাগ: বেহাগ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.