৩৩০ (amar ei rikta dali)

আমার এই রিক্ত ডালি    দিব তোমারি পায়ে।

    দিব কাঙালিনীর আঁচল তোমার    পথে পথে বিছায়ে॥

        যে পুষ্পে গাঁথ পুষ্পধনু    তারি  ফুলে ফুলে হে অতনু,

            আমার পূজা-নিবেদনের দৈন্য    দিয়ো ঘুচায়ে॥

        তোমার    রণজয়ের অভিযানে    তুমি    আমায় নিয়ো,

    ফুলবাণের টিকা আমার ভালে    এঁকে দিয়ো দিয়ো!

আমার    শূন্যতা দাও যদি সুধায় ভরি    দিব তোমার জয়ধ্বনি ঘোষণ করি--

    ফাল্গুনের আহ্বান    জাগাও    আমার কায়ে    দক্ষিণবায়ে॥

রাগ: খাম্বাজ-কীর্তন

তাল: খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.