১১৫ (bajibe sokhi bashi)

বাজিবে, সখী, বাঁশি বাজিবে--

     হৃদয়রাজ হৃদে রাজিবে॥

বচন রাশি রাশি   কোথা যে যাবে ভাসি,

     অধরে লাজহাসি সাজিবে॥

নয়নে আঁখিজল   করিবে ছলছল,

     সুখবেদনা মনে বাজিবে।

মরমে মুরছিয়া   মিলাতে চাবে হিয়া

     সেই চরণযুগরাজীবে॥

রাগ: সিন্ধু-খাম্বাজ

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1296

রচনাকাল (খৃষ্টাব্দ): 1889

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.