৭৮ (jayjatray jao go)

জয়যাত্রায় যাও গো, ওঠো জয়রথে তব।

মোরা জয়মালা গেঁথে আশা চেয়ে বসে রব॥

মোরা   আঁচল বিছায়ে রাখি    পথধুলা দিব ঢাকি,

     ফিরে এলে হে বিজয়ী,

     তোমায়    হৃদয়ে বরিয়া লব॥

আঁকিয়ো হাসির রেখা সজল আঁখির কোণে,

নব বসন্তশোভা এনো এ কুঞ্জবনে।

     তোমার    সোনার প্রদীপে জ্বালো

     আঁধার ঘরের আলো,

পরাও রাতের ভালে চাঁদের তিলক নব॥

রাগ: কীর্তন

তাল: দাদরা-খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ জ্যৈষ্ঠ, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): ২ জুন, ১৯২৫

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.