২৯৯ (ke uthe daki)

কে উঠে ডাকি    মম    বক্ষোনীড়ে থাকি

করুণ মধুর অধীর তানে    বিরহবিধুর পাখি॥

     নিবিড় ছায়া গহন মায়া,   পল্লবঘন নির্জন বন--

     শান্ত পবনে কুঞ্জভবনে   কে জাগে একাকী॥

যামিনী বিভোরা   নিদ্রাঘনঘোরা--

ঘন তমালশাখা   নিদ্রাঞ্জন-মাখা।

              স্তিমিত তারা চেতনহারা,   পাণ্ডু গগন তন্দ্রামগন

              চন্দ্র শ্রান্ত দিকভ্রান্ত   নিদ্রালস-আঁখি।

রাগ: পরজ

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ২২ কার্তিক, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1895

রচনাস্থান: জোড়াসাঁকো

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.