১২৪ (ken jamini na jete)

কেন    যামিনী না যেতে জাগালে না, বেলা হল মরি লাজে।

     শরমে জড়িত চরণে কেমনে চলিব পথেরি মাঝে।

আলোকপরশে মরমে মরিয়া     হেরো গো শেফালি পড়িছে ঝরিয়া,

     কোনোমতে আছে পরান ধরিয়া    কামিনী শিথিল সাজে॥

     নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ উষার বাতাস লাগি,

     রজনীর শশী গগনের কোণে লুকায় শরণ মাগি।

পাখি ডাকি বলে 'গেল বিভাবরী',   বধূ চলে জলে লইয়া গাগরি।

     আমি এ আকুল কবরী আবরি   কেমনে যাইব কাজে॥

রাগ: ভৈরবী

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ৭ আশ্বিন, ১৩০৪

রচনাকাল (খৃষ্টাব্দ): 1897

রচনাস্থান: যমুনা নদীবক্ষে

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.