৩৭০ (samukhete bahichhe tatini)

সমুখেতে বহিছে তটিনী,    দুটি তারা আকাশে ফুটিয়া।

                বায়ু বহে পরিমল লুটিয়া

        সাঁঝের অধর হতে ম্লান হাসি পড়িছে টুটিয়া॥

            দিবস বিদায় চাহে,    যমুনা বিলাপ গাহে--

                সায়াহ্নেরি রাঙা পায়ে, কেঁদে কেঁদে পড়িছে লুটিয়া॥

এসো বঁধূ, তোমায় ডাকি--    দোঁহে হেথা ব'সে থাকি,

    আকাশের পানে চেয়ে জলদের খেলা দেখি,

    আঁখি-'পরে তারাগুলি একে একে উঠিবে ফুটিয়া॥

রাগ: মিশ্র কাফি

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1289

রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.