১১১ (tomar maner ekti katha)

তোমার     মনের একটি কথা    আমায় বলো    বলো

তোমার     নয়ন কেন এমন    ছলোছলো ॥

     বনের' পরে বৃষ্টি ঝরে ঝরো ঝরো রবে।

সন্ধ্যা মুখরিত ঝিল্লিস্বরে    নীপকুঞ্জতলে।

শালের বীথিকায় বারি বহে যায় কলোকলো ॥

          আজি দিগন্তসীমা

বৃষ্টি-আড়ালে হারানো নীলিমা     হারালো--

     ছায়া পড়ে তোমার মুখের 'পরে

ছায়া ঘনায় তব মনে মনে     ক্ষণে ক্ষণে,

অশ্রুমন্থর বাতাসে বাতাসে তোমার হৃদয় টলোটলো ॥

রাগ: মিশ্র মল্লার

তাল: ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৪৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1938

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.