৮০ (ora okarane chanchal)

ওরা     অকারণে চঞ্চল

          ডালে ডালে দোলে বায়ুহিল্লোলে নবপল্লবদল॥

          বাতাসে বাতাসে প্রাণভরা বাণী শুনিতে পেয়েছে কখন কী জানি,

          মর্মরতানে দিকে দিকে আনে কৈশোরকোলাহল॥

ওরা     কান পেতে শোনে গগনে গগনে মেঘে মেঘে কানাকানি,

          বনে বনে জানাজানি।

ওরা     প্রাণঝরনার উচ্ছলধার   ঝরিয়া ঝরিয়া বহে অনিবার,

          চিরতাপসিনী ধরণীর ওরা শ্যামশিখা হোমানল॥

রাগ: কীর্তন

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৩৭

রচনাকাল (খৃষ্টাব্দ): মার্চ, ১৯৩১

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.