৪ (tora base gathis mala)

তোরা বসে গাঁথিস মালা,         তারা গলায় পরে।

কখন যে শুকায়ে যায়, ফেলে দেয় রে অনাদরে॥

তোরা সুধা করিস দান, তারা শুধু করে পান,

সুধায় অরুচি হলে                 ফিরেও তো নাহি চায় --

হৃদয়ের পাত্রখানি         ভেঙে দিয়ে চলে যায়!!

তোরা কেবল হাসি দিবি,         তারা কেবল বসে আছে --

চোখের জল দেখিলে তারা       আর তো রবে না কাছে।

প্রাণের ব্যথা প্রাণে রেখে          প্রাণের আগুন প্রাণে ঢেকে

পরান ভেঙে মধু দিবি    অশ্রুছাঁকা হাসি হেসে --

বুক ফেটে, কথা না বলে         শুকায়ে পড়িবি শেষে॥

রাগ: কালাংড়া

তাল: আড়াঠেকা

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.