বর্ষশেষ (borshoshesh)

নির্মল প্রত্যুষে আজি যত ছিল পাখি

বনে বনে শাখে শাখে উঠিয়াছে ডাকি।

দোয়েল শ্যামার কণ্ঠে আনন্দ-উচ্ছ্বাস,

গেয়ে গেয়ে পাপিয়ার নাহি মিটে আশ।

করুণ মিনতিস্বরে অশ্রান্ত কোকিল

অন্তরের আবেদনে ভরিছে নিখিল।

কেহ নাচে, কেহ গায়, উড়ে মত্তবৎ,

ফিরিয়া পেয়েছে যেন হারানো জগৎ।

পাখিরা জানে না কেহ আজি বর্ষশেষ,

বকবৃদ্ধ-কাছে নাহি শুনে উপদেশ।

যতদিন এ আকাশে এ জীবন আছে,

বরষের শেষ নাহি তাহাদের কাছে।

মানুষ আনন্দহীন নিশিদিন ধরি

আপনারে ভাগ করে শতখানা করি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.