৮২ (ei jyotsnarate jage amar pran)

              এই জ্যোৎস্নারাতে জাগে আমার প্রাণ;

                    পাশে তোমার হবে কি আজ স্থান।

       দেখতে পাব অপূর্ব সেই মুখ,

       রইবে চেয়ে হৃদয় উৎসুক,

       বারে বারে চরণ ঘিরে ঘিরে

                    ফিরবে আমার অশ্রুভরা গান?

 

                    সাহস করে তোমার পদমূলে

                   আপনারে আজ ধরি নাই যে তুলে,

                   পড়ে আছি মাটিতে মুখ রেখে,

                           ফিরিয়ে পাছে দাও হে আমার দান।

       আপনি যদি আমার হাতে ধরে

       কাছে এসে উঠতে বল মোরে,

       তবে প্রাণের অসীম দরিদ্রতা

                এই নিমেষেই হবে অবসান।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.