Home
**Artists**
Verses
Songs
Novels
Stories
Plays
Essays
Others
Tagore's Biography
Contact Us
Acknowledgement
Privacy Statement
Terms of Use
© Kriya Unlimited, 2010 - 2023
Home
Verses
গীতাঞ্জলি
গীতাঞ্জলি (gitanjali)
আমার মাথা নত করে
আমি বহু বাসনায় প্রাণপণে চাই
কত অজানারে জানাইলে তুমি
বিপদে মোরে রক্ষা করো
অন্তর মম বিকশিত করো
প্রেমে প্রাণে গানে গন্ধে
তুমি নব নব রূপে এসো প্রাণে
আজ ধানের খেতে রৌদ্রছায়ায়
আনন্দেরই সাগর থেকে
তোমার সোনার থালায় সাজাব
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ
লেগেছে অমল ধবল পালে
আমার নয়ন-ভুলানো এলে
জননী, তোমার করুণ চরণখানি
জগৎ জুড়ে উদার সুরে
মেঘের 'পরে মেঘ জমেছে
কোথায় আলো
আজি শ্রাবণ-ঘন-গহন-মোহে
আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
জানি জানি কোন্ আদি কাল হতে
তুমি কেমন করে গান কর যে গুণী
অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে
যদি তোমার দেখা না পাই প্রভু
হেরি অহরহ তোমারি বিরহ
আর নাই রে বেলা
আজ বারি ঝরে ঝর ঝর
প্রভু তোমা লাগি আঁখি জাগে
ধনে জনে আছি জড়ায়ে হায়
এই তো তোমার প্রেম
আমি হেথায় থাকি শুধু
দাও হে আমার ভয় ভেঙে দাও
আবার এরা ঘিরেছে মোর মন
আমার মিলন লাগি তুমি
এসো হে এসো, সজল ঘন
পারবি না কি যোগ দিতে
নিশার স্বপন ছুটল রে
শরতে আজ কোন্ অতিথি
হেথা যে গান গাইতে আসা
যা হারিয়ে যায় তা আগলে বসে
এই মলিন বস্ত্র ছাড়তে হবে
গায়ে আমার পুলক লাগে
প্রভু, আজি তোমার দক্ষিণ হাত
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
আলোয় আলোকময় ক'রে হে
আসনতলের মাটির 'পরে লুটিয়ে রব
রূপসাগরে ডুব দিয়েছি
আকাশতলে উঠল ফুটে
হেথায় তিনি কোল পেতেছেন
নিভৃত প্রাণের দেবতা
কোন্ আলোতে প্রাণের প্রদীপ
তুমি আমার আপন
নামাও নামাও আমায় তোমার
আজি গন্ধবিধুর সমীরণে
আজি বসন্ত জাগ্রত দ্বারে
তব সিংহাসনের আসন হতে
তুমি এবার আমায় লহো হে নাথ
জীবন যখন শুকায়ে যায়
এবার নীরব করে দাও
বিশ্ব যখন নিদ্রামগন
সে যে পাশে এসে বসেছিল
তোরা শুনিস নি কি
মেনেছি, হার মেনেছি
একটি একটি করে তোমার
কবে আমি বাহির হলেম
তোমার প্রেম যে বইতে পারি
সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে
আমার খেলা যখন ছিল তোমার সনে
ওই যে তরী দিল খুলে
চিত্ত আমার হারাল আজ
ওগো মৌন, না যদি কও
যতবার আলো জ্বালাতে চাই
সবা হতে রাখব তোমায়
বজ্রে তোমার বাজে বাঁশি
দয়া দিয়ে হবে গো মোর
সভা যখন ভাঙবে তখন
চিরজনমের বেদনা
তুমি যখন গান গাহিতে বল
ধায় যেন মোর সকল ভালোবাসা
তারা দিনের বেলা এসেছিল
তারা তোমার নামে বাটের মাঝে
এই জ্যোৎস্নারাতে জাগে আমার প্রাণ
কথা ছিল এক-তরীতে
আমার একলা ঘরের আড়াল ভেঙে
একা আমি ফিরব না আর
আমারে যদি জাগালে আজি নাথ
ছিন্ন করে লও হে মোরে
চাই গো আমি তোমারে চাই
আমার এ প্রেম নয় তো ভীরু
আরো আঘাত সইবে আমার
এই করেছ ভালো, নিঠুর
দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে
তুমি যে কাজ করছ
বিশ্বসাথে যোগে যেথায় বিহারো
ডাকো ডাকো ডাকো আমারে
যেথায় তোমার লুট হতেছে ভুবনে
ফুলের মতন আপনি ফুটাও গান
মুখ ফিরায়ে রব তোমার পানে
আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে
আজ বরষার রূপ হেরি
হে মোর দেবতা
এই মোর সাধ যেন এ জীবনমাঝে
একলা আমি বাহির হলেম
আমি চেয়ে আছি তোমাদের সবাপানে
আর আমায় আমি নিজের শিরে
হে মোর চিত্ত, পূণ্য তীর্থে
যেথায় থাকে সবার অধম
হে মোর দুর্ভাগা দেশ
ছাড়িস নে ধরে থাক এঁটে
আছে আমার হৃদয় আছে ভরে
গর্ব করে নিই নে ও নাম
কে বলে সব ফেলে যাবি
নদীপারের এই আষাঢ়ের
মরণ যেদিন দিনের শেষে
দয়া করে ইচ্ছা করে
ওগো আমার এই জীবনের
যাত্রী আমি ওরে
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ভজন পূজন সাধন আরাধনা
সীমার মাঝে, অসীম, তুমি
তাই তোমার আনন্দ আমার 'পর
মানের আসন, আরামশয়ন
প্রভুগৃহ হতে আসিলে যেদিন
ভেবেছিনু মনে যা হবার তারি শেষে
আমার এ গান ছেড়েছে তার
নিন্দা দুঃখে অপমানে
রাজার মতো বেশে
জড়িয়ে গেছে সরু মোটা
গাবার মতো হয় নি কোনো গান
আমার মাঝে তোমার লীলা হবে
দুঃস্বপন কোথা হতে এসে
গান দিয়ে যে তোমায় খুঁজি
তোমায় খোঁজা শেষ হবে না মোর
যেন শেষ গানে মোর
যখন আমায় বাঁধ আগে পিছে
যতকাল তুই শিশুর মতো
আমার চিত্ত তোমায় নিত্য হবে
তোমায় আমার প্রভু করে রাখি
যা দিয়েছ আমার এ প্রাণ ভরি
ওরে মাঝি, ওরে আমার
মনকে, আমার কায়াকে
যাবার দিনে এই কথাটি
আমার নামটা দিয়ে ঢেকে রাখি
নামটা যেদিন ঘুচাবে
জড়ায়ে আছে বাধা
তোমার দয়া যদি
জীবনে যত পূজা
একটি নমস্কারে, প্রভু
জীবনে যা চিরদিন
তোমার সাথে নিত্য বিরোধ
প্রেমের হাতে ধরা দেব
সংসারেতে আর-যাহারা
প্রেমের দূতকে পাঠাবে নাথ কবে
গান গাওয়ালে আমায় তুমি
মনে করি এইখানে শেষ
শেষের মধ্যে অশেষ আছে
দিবস যদি সাঙ্গ হল
© Kriya Unlimited, 2010 - 2023