৩৪ (amar milon lagi tumi)

আমার মিলন লাগি তুমি

      আসছ কবে থেকে।

তোমার চন্দ্র সূর্য তোমায়

      রাখবে কোথায় ঢেকে।

             কত কালের সকাল-সাঁঝে

             তোমার চরণধনি বাজে,

             গোপনে দূত হৃদয়মাঝে

                    গেছে আমায় ডেকে।

 

ওগো পথিক, আজকে আমার

       সকল পরান ব্যেপে

থেকে থেকে হরষ যেন

       উঠছে কেঁপে কেঁপে।

                    যেন সময় এসেছে আজ,

                    ফুরালো মোর যা ছিল কাজ--

                    বাতাস আসে হে মহারাজ,

                           তোমার গন্ধ মেখে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.