১৬ (bhokto korichhe probhur chorone)

            ভক্ত করিছে প্রভুর চরণে

                   জীবন সমর্পণ,

            ওরে দীন, তুই জোড়-কর করি

                   কর্‌ তাহা দরশন।

মিলনের ধারা পড়িতেছে ঝরি,

বহিয়া যেতেছে অমৃতলহরী,

ভূতলে মাথাটি রাখিয়া লহো রে

       শুভাশিস-বরিষন।

            ভক্ত করিছে প্রভুর চরণে

                   জীবন সমর্পণ।

            ওই যে আলোক পড়েছে তাঁহার

                   উদার ললাটদেশে,

            সেথা হতে তারি একটি রশ্মি

                   পড়ুক মাথায় এসে।

চারি দিকে তার শান্তিসাগর

স্থির হয়ে আছে ভরি চরাচর,

ক্ষণকাল তরে দাঁড়াও রে তীরে--

       শান্ত করো রে মন।

            ভক্ত করিছে প্রভুর চরণে

                   জীবন সমর্পণ।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.