২৪৮ (stobdho jaha pothoparshe)

স্তব্ধ যাহা পথপার্শ্বে, অচৈতন্য, যা রহে না জেগে,

ধূলিবিলুণ্ঠিত হয় কালের চরণঘাত লেগে।

      যে নদীর ক্লান্তি ঘটে মধ্যপথে সিন্ধু-অভিসারে

                অবরুদ্ধ হয় পঙ্কভারে।

নিশ্চল গৃহের কোণে নিভৃতে স্তিমিত যেই বাতি

নির্জীব আলোক তার লুপ্ত হয় না ফুরাতে রাতি।

   পান্থের অন্তরে জ্বলে দীপ্ত আলো জাগ্রত নিশীথে

           জানে না সে আঁধারে মিশিতে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.