৭৫ (bohiya halka bojha chole jay din)

বহিয়া হালকা বোঝা        চলে যায় দিন তার

অবকাশ দেয় না সে         কোনো দুশ্চিন্তার!

সম্বল কম বটে,             আছে বটে ঋণ দায়--

অনুরাগ নেই তবু           ভাগ্যের নিন্দায়।

পাড়া-প্রতিবেশীদের        কটুতম ভাষ্যে

নীরব জবাব তার            স্মিত ঔদাস্যে

জন্ম নেবার কালে           পেয়েছিল যৌতুক

        ভাঙাচোরা জীবনের

                বিদ্রূপে-- কৌতুক।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.