ইন্দ্রনীল সেন, শ্রীকান্ত আচার্য, ইন্দ্রাণী সেন, অরুন্ধতী হোম চৌধুরী

এসো নীপবনে ছায়াবীথিতলে

এসো নীপবনে ছায়াবীথিতলে,   এসো করো স্নান নবধারাজলে॥
দাও আকুলিয়া ঘন কালো কেশ,   পরো দেহ ঘেরি মেঘনীল বেশ--
কাজলনয়নে, যূথীমালা গলে,   এসো নীপবনে ছায়াবীথিতলে॥
আজি ক্ষণে ক্ষণে হাসিখানি, সখী,   অধরে নয়নে উঠুক চমকি।
মল্লারগানে তব মধুস্বরে   দিক্‌ বাণী আনি বনমর্মরে।
ঘনবরিষনে জলকলকলে   এসো নীপবনে ছায়াবীথিতলে॥

রাগ : কাফি

তাল : ২ + ২ ছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ) : 1332

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1925

রচনাস্থান :

স্বরলিপিকার: 1925

ইন্দ্রনীল সেন, শ্রীকান্ত আচার্য, ইন্দ্রাণী সেন, অরুন্ধতী হোম চৌধুরী - অন্যান্য নিবেদন