শ্রাবণী সেন

ওকি সখা, মুছ

        ওকি সখা, মুছ আঁখি।   আমার তরেও কাঁদিবে কি!
কে আমি বা!   আমি অভাগিনী--        আমি মরে তাহে দুখ কিবা॥
        পড়ে ছিনু চরণতলে-- দলে গেছ, দেখ নি চেয়ে।
        গেছ গেছ, ভালো ভালো-- তাহে দুখ কিবা॥

রাগ : বিলাবল

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1291

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1885

রচনাস্থান :

স্বরলিপিকার: 1885

শ্রাবণী সেন - অন্যান্য নিবেদন