শ্রাবণী সেন

বুঝি ওই সুদূরে

                বুঝি ওই সুদূরে ডাকিল মোরে
                      নিশীথেরই সমীরণ হায়– হায়।।
                মম মন হল উদাসী,  দ্বার খুলিল–
                      বুঝি খেলারই বাঁধন ওই যায়।।

রাগ : পিলু-বারোয়াঁ

তাল : মুক্তছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ) : 1329

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1923

রচনাস্থান :

স্বরলিপিকার: 1923

শ্রাবণী সেন - অন্যান্য নিবেদন