সখী, আমারি দুয়ারে
সখী, আমারি দুয়ারে কেন আসিল
নিশিভোরে যোগী ভিখারি।
কেন করুণস্বরে বীণা বাজিল॥
আমি আসি যাই যতবার চোখে পড়ে মুখ তার,
তারে ডাকিব কি ফিরাইব তাই ভাবি লো ॥
শ্রাবণে আঁধার দিশি শরতে বিমল নিশি,
বসন্তে দখিন বায়ু, বিকশিত উপবন--
কত ভাবে কত গীতি গাহিতেছে নিতি নিতি
মন নাহি লাগে কাজে, আঁখিজলে ভাসি লো ॥
রাগ : কেদারা-হাম্বীর
তাল : কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ) : 1300
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1893
রচনাস্থান :
স্বরলিপিকার: 1893