১৫০ (sokhi amari duyare)

     সখী,    আমারি দুয়ারে কেন আসিল

              নিশিভোরে যোগী ভিখারি।

          কেন     করুণস্বরে বীণা বাজিল॥

আমি     আসি যাই যতবার    চোখে পড়ে মুখ তার,

     তারে ডাকিব কি ফিরাইব তাই ভাবি লো ॥

শ্রাবণে আঁধার দিশি    শরতে বিমল নিশি,

     বসন্তে দখিন বায়ু, বিকশিত উপবন--

কত ভাবে কত গীতি    গাহিতেছে নিতি নিতি

     মন নাহি লাগে কাজে, আঁখিজলে ভাসি লো ॥

রাগ: কেদারা-হাম্বীর

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1300

রচনাকাল (খৃষ্টাব্দ): 1893

স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.