সৌগত ধরচৌধুরী

মম অন্তর উদাসে

মম অন্তর উদাসে
পল্লবমর্মরে কোন্‌   চঞ্চল বাতাসে॥
     জ্যোৎস্নাজড়িত নিশা   ঘুমে-জাগরণে-মিশা
     বিহ্বল আকুল কার   অঞ্চলসুবাসে॥
থাকিতে না দেয় ঘরে,   কোথায় বাহির করে
সুন্দর সুদূরে কোন্‌ নন্দন-আকাশে।
     অতীত দিনের পারে   স্মরণসাগর-ধারে
     বেদনা লুকানো কোন্‌   ক্রন্দন-আভাসে॥

রাগ : সাহানা

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1318

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1912

রচনাস্থান : বোলপুর

স্বরলিপিকার: 1912

সৌগত ধরচৌধুরী - অন্যান্য নিবেদন