দেখা না-দেখায় মেশা হে
দেখা না-দেখায় মেশা হে বিদ্যুৎলতা,
কাঁপাও ঝড়ের বুকে একি ব্যাকুলতা ॥
গগনে সে ঘুরে ঘুরে খোঁজে কাছে, খোঁজে দূরে--
সহসা কী হাসি হাস'; নাহি কহ কথা ॥
আঁধার ঘনায় শূন্যে, নাহি জানে নাম,
কী রুদ্র সন্ধানে সিন্ধু দুলিছে দুর্দাম।
অরণ্য হতাশপ্রাণে আকাশে ললাট হানে,
দিকে দিকে কেঁদে ফেরে কী দুঃসহ ব্যথা ॥
রাগ : মেঘমল্লার
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : শ্রাবণ, ১৩৩৯
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1932
রচনাস্থান :
স্বরলিপিকার: 1932