স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত

সখা হে, কী দিয়ে

সখা হে, কী দিয়ে আমি তুষিব তোমায়।
জরজর হৃদয় আমার মর্মবেদনায়,
দিবানিশি অশ্রু ঝরিছে সেথায়॥
তোমার মুখে সুখের হাসি         আমি ভালোবাসি--
অভাগিনীর কাছে পাছে সে হাসি লুকায়॥

রাগ : মিশ্র বিলাবল

তাল : একতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1291

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1884

রচনাস্থান :

স্বরলিপিকার: 1884

স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত - অন্যান্য নিবেদন