স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত

ফিরায়ো না মুখখানি,

       ফিরায়ো না মুখখানি,
ফিরায়ো না মুখখানি রানী ওগো রানী॥
ভ্রূভঙ্গতরঙ্গ কেন আজি সুনয়নী!
হাসিরাশি গেছে ভাসি,   কোন্‌ দুখে সুধামুখে নাহি বাণী।
আমারে মগন করো      তোমার          মধুর করপরশে
               সুধাসরসে।
প্রাণ মন পুরিয়া দাও নিবিড় হরষে।
     হেরো শশীসুশোভন, সজনী,
              সুন্দর রজনী।
তৃষিতমধুপসম কাতর হৃদয় মম--
কোন্‌ প্রাণে আজি        ফিরাবে তারে পাষাণী॥

রাগ : ইমন-ভূপালী

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1300

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1893

রচনাস্থান :

স্বরলিপিকার: 1893

স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত - অন্যান্য নিবেদন