স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত

আমি যাব না

আমি    যাব না গো অমনি চলে।    মালা তোমার দেব গলে॥
অনেক সুখে অনেক দুখে    তোমার বাণী নিলেম বুকে,
        ফাগুনশেষে যাবার বেলা আমার বাণী যাব বলে॥
কিছু হল, অনেক বাকি।     ক্ষমা আমায় করবে না কি।      
গান এসেছে সুর আসে নাই,হল না যে শোনানো তাই--
        সে-সুর আমার রইল ঢাকা নয়নজলে॥

রাগ : পিলু-বাউল

তাল : দাদরা-খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1321

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1915

রচনাস্থান :

স্বরলিপিকার: 1915

স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত - অন্যান্য নিবেদন