হেমন্ত মুখোপাধ্যায়

যৌবনসরসীনীরে মিলনশতদল

যৌবনসরসীনীরে মিলনশতদল
কোন্‌   চঞ্চল বন্যায় টলোমল টলোমল॥
     শরমরক্তরাগে   তার   গোপন স্বপ্ন জাগে,
     তারি   গন্ধকেশর-মাঝে
                   এক   বিন্দু নয়নজল॥
          ধীরে বও ধীরে বও, সমীরণ,
              সবেদন পরশন।
     শঙ্কিত চিত্ত মোর   পাছে ভাঙে বৃন্তডোর--
     তাই   অকারণ করুণায়   মোর   আঁখি করে ছলোছল॥

রাগ : ভৈরবী

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ভাদ্র, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1925

রচনাস্থান :

স্বরলিপিকার: 1925

হেমন্ত মুখোপাধ্যায় - অন্যান্য নিবেদন