মিতা হক

আমাকে যে বাঁধবে

আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন,
            সে কি  অমনি হবে।
আপনাকে সে বাঁধা দিয়ে আমায় দেবে বাঁধন,
            সে কি  অমনি হবে॥
আমাকে যে দুঃখ দিয়ে আনবে আপন বশে,
            সে কি  অমনি হবে।
তার আগে তার পাষাণ হিয়া গলবে করুণ রসে,
            সে কি  অমনি হবে।
আমাকে যে কাঁদাবে তার ভাগ্যে আছে কাঁদন,
            সে কি  অমনি হবে॥

রাগ : শঙ্করা

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : বৈশাখ, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1909

রচনাস্থান :

স্বরলিপিকার: 1909

মিতা হক - অন্যান্য নিবেদন