**অজানা**

তোমার হল শুরু

তোমার হল শুরু,   আমার হল সারা--
তোমায় আমায় মিলে   এমনি বহে ধারা ॥
     তোমার জ্বলে বাতি   তোমার ঘরে সাথি--
     আমার তরে রাতি,   আমার তরে তারা ॥
তোমার আছে ডাঙা,   আমার আছে জল--
তোমার বসে থাকা,   আমার চলাচল।
     তোমার হাতে রয়,   আমার হাতে ক্ষয়--
     তোমার মনে ভয়,   আমার ভয় হারা ॥

রাগ : বিলাতি ভাঙা

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৭ চৈত্র, ১৩২২

রচনাকাল (খৃষ্টাব্দ) : ৯ এপ্রিল, ১৯১৬

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ৯ এপ্রিল, ১৯১৬

**অজানা** - অন্যান্য নিবেদন