**অজানা**

পুষ্প ফুটে কোন্

              পুষ্প ফুটে কোন্‌ কুঞ্জবনে
          কোন্‌ নিভৃতে ওরে, কোন্‌ গহনে।
     মাতিল আকুল দক্ষিণবায়ু সৌরভচঞ্চল সঞ্চরণে॥
বন্ধুহারা মম অন্ধ ঘরে   আছি বসে অবসন্নমনে,
উৎসবরাজ কোথায় বিরাজে   কে লয়ে যাবে সে ভবনে॥

রাগ : পিলু-বারোয়াঁ

তাল : ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1316

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1909

রচনাস্থান :

স্বরলিপিকার: 1909

**অজানা** - অন্যান্য নিবেদন