**অজানা**

বজ্রে তোমার বাজে বাঁশি

          বজ্রে তোমার বাজে বাঁশি, সেকি সহজ গান!
          সেই সুরেতে জাগব আমি, দাও মোরে সেই কান ॥
আমি ভুলব না আর সহজেতে,  সেই প্রাণে মন উঠবে মেতে
          মৃত্যু-মাঝে ঢাকা আছে যে অন্তহীন প্রাণ ॥
          সে ঝড় যেন সই আনন্দে চিত্তবীণার তারে
          সপ্তসিন্ধু দশদিগন্ত নাচাও যে ঝঙ্কারে।
     আরাম হতে ছিন্ন ক'রে       সেই গভীরে লও গো মোরে
          অশান্তির অন্তরে যেথায় শান্তি সুমহান ॥

রাগ : বাউল

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২১ জ্যৈষ্ঠ, ১৩১৭

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1910

রচনাস্থান : তিনধরিয়া

স্বরলিপিকার: 1910

**অজানা** - অন্যান্য নিবেদন