অশোকতরু বন্দ্যোপাধ্যায়

শ্যামা, এবার ছেড়ে চলেছি মা

             শ্যামা, এবার ছেড়ে চলেছি মা!
             পাষাণের মেয়ে পাষাণী তুই, না বুঝে মা বলেছি মা!
             এত দিন কী ছল করে তুই পাষাণ করে রেখেছিলি -
             আজ আপন মায়ের দেখা পেয়ে নয়ন-জলে গলেছি মা!
             কালো দেখে ভুলি নে আর, আলো দেখে ভুলেছে মন -
             আমায় তুমি ছলেছিলে, এবার আমি তোমায় ছলেছি মা!
             মায়ার মায়া কাটিয়ে এবার মায়ের কোলে চলেছি মা।।

রাগ : রামপ্রসাদী

তাল : একতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1287

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1881

রচনাস্থান :

স্বরলিপিকার: 1881

অশোকতরু বন্দ্যোপাধ্যায় - অন্যান্য নিবেদন